বংশের কৌলিন্য আর কৃত্রিম অভিজাত্য বজায় রাখতে মরিয়া রায়চৌধুরী পরিবার। এই রায়চৌধুরী বংশের মেয়ে বিদিশা। কিন্তু আধুনিক ভাবনায় ভাবিত বিদিশা ভালোবেসে ফেলে তাদেরই গৃহশিক্ষক অতুল চ্যাটার্জি কে; এই সম্পর্ক কে মেনে নিতে পারেনা রায়চৌধুরী পরিবার; তাজ্যকন্যা করা হয় বিদিশা কে। সময় পেরিয়ে যায়; বিদিশা অতুলের একমাত্র সন্তান নিরুপম তার বাবার মৃত্যুর পর আসে রায়চৌধুরী বাড়িতে; সেখানেই আলাপ হয় বাসবির সাথে; এরপরেই উপন্যাসের দৃশ্যপট পাল্টে যায়; কিভাবে রায়চৌধুরী বংশেরই এক বংশধর ধুর্জটিপ্রসাদের সাথে একাত্ম বোধ করে নিরুপম; কি হয়েছিল ধুর্জটিপ্রসাদের সাথে? কিভাবে রায়চৌধুরী বংশেরই বংশধর নিরুপম বংশের মিথ্যা গরিমাকে তুচ্ছ করে দেয়?
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: