গঙ্গাচরণ এক ব্রাহ্মণ পুরোহিত; তার বৌ অনঙ্গকে নিয়ে বাংলার এক গ্রামে থাকতে আসে. গ্রামে একটি স্কুল খোলার সাথে সাথে সে রুগীদের দেখাশোনা করেও অর্থ উপার্জনের ব্যবস্থা করে. ঠিক এমনি সময় পাশের গ্রাম থেকে ১৯৪৩-র বেঙ্গল ফ্যামিনের প্রথম খবর নিয়ে আসে এক বৃদ্ধ ব্রাহ্মণ. দেশে কোথাও চাল নেই. এই খবর চারিদিকে ছড়িয়ে যায় এবং ধীরে ধীরে চালের দাম বাড়তে থাকে. গঙ্গাচরণ আর অনঙ্গর চোখের সামনে তাদের সুন্দর জীবন নিমেষে ভাঙতে শুরু করে.
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: