দীপা কর্মকার; ক্রিকেট পাগল ভারতবর্ষে এক ব্যতিক্রমী নাম. একদিন লাখ লাখ মানুষের প্রত্যাশা ডানায় তুলে উড়েছিল মেয়েটি. কিন্তু তুতুনের কি হলো? রাতের লাইব্রেরিতে অনাহত টর্চের আলো তারা করতে গিয়ে নিখোঁজ হলো তুতুনের বাবা প্রণববাবু. লাইব্রেরির অন্য ডিমেনশনে হারিয়ে গেলেন? ভোজবাজি? খুন? তুতুন এর পরে আর দীপা হতে পারেনি. আর প্রণববাবুর টর্চটা খুঁজে পাওয়া গেলো জাতীয় লাইব্রেরির মিশর বিভাগে. ৪১৫ খ্রিষ্টাব্দ; মিশরের রা-কেদেত শহরে মানুষের এক অভূতপূর্ব স্থাপত্যের শেষ মুহূর্ত ঘনিয়ে এলো. এক মুহূর্তে কয়েক হাজার বছর পিছিয়ে গেলো মানব সভ্যতা. সেই ঘটনা না ঘটলে কলম্বাস জাহাজে চড়ে নতুন দুনিয়া আবিষ্কার না করে; উড়ো-জাহাজে চড়ে হয়তো চাঁদে পাড়ি জমাতেন. কি সেই স্থাপত্য? কি সেই সত্য ঘটনা? প্রণববাবুর রহস্যের সাথে তার কি সম্পর্ক? যে রাতে দীপা কর্মকারের অসামান্য কীর্তির সাক্ষী হল গোটা দুনিয়া; সেই রাতে তুতুন কি পারলো প্রণববাবুর অন্তর্ধান রহস্যের সমাধান করতে? নাকি নিজের অজান্তেই জড়িয়ে পড়লো এক বিশাল ষড়যন্ত্রের সাথে?
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: