ইস্কুল শিক্ষিকা সীমার একমাত্র মেয়ে মিলি। মিলির বাবা মারা যাওয়ার পর থেকে সীমার সব স্বপ্ন মিলিকে ঘিরে। কিন্তু ঘড়ি থেমে থাকেনা; সময়ের টিক টিক আওয়াজের সাথে পা মিলিয়ে মিলিও বড়ো হয়ে ওঠে; সে সবদিক থেকে সাবলম্বী হতে চায়; মাকেও ভালোবাসে মিলি কিন্তু সে তার এখন আগের সেই ছোট্ট খুকুটি সেজে থাকতে চায়না। সীমাও বোঝে মেয়ে বড়ো হয়ে গেছে। কিন্তু মায়ের মন অজান্তেই মিলির অনেক ইচ্ছার সামনে চলে আসে সে; সীমা মিলির মা হলেও তাকে দেখেও মিলির দিদি বলে মনে হয়; মা – মেয়ের এই সম্পর্কের মধ্যে আরো অনেক চরিত্রের প্রবেশ ঘটে;অন্য চরিত্রের প্রবেশের কারণে মা – মেয়ের সম্পর্কের হিসেবে নিকেশ কিছুটা হলেও পাল্টে যায় , শেষ অবধি মা মেয়ের সম্পর্ক কোন দিকে মোড় নেয় জানতে শুনুন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‚ছোট পৃথিবীর সীমানা ‚
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: