সত্তর দশকের উত্তাল কলকাতা , দিনবদলের স্বপ্নে বিভোর যুব সম্প্রদায়; এরই মধ্যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অনেক সংগঠন গুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে যুব সম্প্রদায়কে; ট্রাম পোড়ানো , স্কুল জ্বালানো সেইসময়ের রোজকার ঘটনা; এই সময়েরই এক যুবক বিল্ব। সবকিছুর মধ্যেও থেকেও সে যেন কিছুতেই নেই; প্রতিনিয়ত সে নিজেকে খুঁজে বেড়ায়;নিজেকে খুঁড়তে খুঁড়তে একসময় সে নিজেকে কোনোকিছুর মধ্যে আঁটাতে পারেনা; নিজ দেশে প্রবাসীর মতই বিল্ব নিজের কাছেও যেন অচেনা; অজানা এক প্রবাসীর মতো; সম্পর্কের ঘাত প্রতিঘাত পেরিয়ে বিল্ব কি পারবে নিজেকে খুঁজে পেতে , জানতে শুনুন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‚হে প্রবাসী‘
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: