দূর থেকে অনেক সম্পর্ককে দেখলে হয়তো মনে হয় একমুখী সম্পর্ক।কিন্তু একটু নিকট থেকে পর্যবেক্ষণ করলে সেই সব সম্পকতেই অনেক অলি গলি নজরে আসে; মানুষের হৃদয়ের কোন গলিতে কোন চরিত্র অপেক্ষা করছে তা হয়তো কাছে না এলে ঠাহর করা যায়না। তেমনি এই উপন্যাসের মূল চরিত্র সুতপা আর প্রনবেশ; তারা স্বামী স্ত্রী; আপাতদৃষ্টি তে দেখলে বোঝা যায়না কিন্তু কাহিনী এগোতে থাকলে দেখা যায় এদের সম্পর্ক মূল রাস্তা পেরিয়ে আরও অলিগলি আছে। সেখানে দাঁড়িয়ে আছে অন্য বহু চরিত্ররা ।সুতপা প্রনবেশ এর একমাত্র সন্তান বাবুন; বাবা মায়ের সম্পর্কের অলিগলির ধাঁধা তে সেও একসময় জড়িয়ে পরে; কিভাবে বাবুন কেও সেই সব চরিত্ররা ছুঁয়ে যায়; সুতপা আর প্রনবেশ এর সম্পর্ক শেষ অবধি কোন রূপ নেবে জানতে এক্ষুনি শুনুন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‚হৃদয়ের অলিগলি‘
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: