‚সব খেলা মানুষ খেলেনা।কখনো কখনো সময় মানুষের সাথে খেলে; অল্পবয়সে মেয়েদের নয়নমনি সর্বদা ফিটফাট কেতাদুরস্ত; কলকাতার রাসবিহারী এভেন্যুয়ের ছেলে পরিতোষ; মধ্যবয়স পেরিয়ে একা একা থাকে আরবসাগরের তীরের নোনতা শহর মুম্বাইয়ের এক ফ্ল্যাট এ; অন্যদিকে কাজরী যে চিরকাল চেয়েছিলো তার জীবনের একজনই স্বপ্নের রাজপুত্র হবে যাকে সে সর্বস্ব দিতে পারে সেই কাজরী একাধিক বিবাহ ও সম্পর্ক পেরিয়ে পৌঁছে যায় সেই পরিতোষের ফ্ল্যাট এ; বয়সে পরিতোষের থেকে কুড়ি বছর কম জাগরী; সময় তাদের নিয়ে খেলতে খেলতে আজ একজায়গায় এনে দিয়েছে; শেষ অবধি এই খেলায় জিতবে কে , সময় নাকি মানুষ; জানতে এক্ষুনি শুনুন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‚খেলা‘
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: