ওদের সমাজে কন্যা সন্তান চির-আকাঙ্খিত। পরিবার মাতৃতান্ত্রিক। ওরা নিজেদের নারীত্বে গর্বিত। সাধারণ মানুষের কাছে পূজনীয়। তবু কেন এক ষোড়শী মাকে তার শিশুকন্যা সন্তানকে নিয়ে ছেড়ে যেতে হলো এই সমাজ? জীবনটাও বাজি রেখে তাকে পা বাড়াতে হলো এক অজানার পথে। যেখানে কোনো বন্ধু নেই; বরং চতুর্দিকে শুধু শত্রুর হিংস্র দাঁত নখ। গোটা সমাজ তাকে বিদ্রোহী হিসাবে চিহ্নিত করে মুছে দিতে চায় এই পৃথিবী থেকে। এমনকি তার নিজের মাও তার মৃত্যুকামনা করে। কিন্তু তবু একরোখা সেই নারী আপ্রাণ লড়ে যায় তার নিজের কন্যাসন্তানের হিতার্থে। কৃষ্ণবেনী আসলে এক মায়ের জীবনপণ সংগ্রামের কাহিনী।
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: