মিস্টার শেরিং ভারতবর্ষে এসেছিলেন বাষট্টি সালে। চীন যখন তিব্বত দখল করে তখন যেসব তিব্বতী এদেশে পালিয়ে আসেন নানারকম সঞ্চয় নিয়ে; মিস্টার শেরিং তাদেরমধ্যে একজন। ওনার হঠাৎ মৃত্যুতে ওনার স্ত্রী তিন লক্ষ টাকা ইন্সুরেন্স ক্লেম করেন। ইন্সুরেন্স কোম্পানির গোয়েন্দা বিভাগের নামকরা অফিসার ভাস্কর অদ্ভুত ভাবে মিস্টার শেরিংয়ের মৃত্যুর রহস্যের সমাধান পায়ে। কি ভাবে? জানতে হলে শুনুন সমরেশ মজুমদার রচিত। ‚বিষঘ্ন‘ অর্ণব সেনগুপ্তর কণ্ঠে।
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: