এই উপন্যাসটি টানটান বিস্ময়ের; কল্পবিজ্ঞানের; যেখানে অন্য জগৎ; অন্য সময় পাঠককে ছুটিয়ে নিয়ে চলে. তিন হাজার দুই খ্রিষ্টাব্দে শুধু মাত্র ১০ লাখ মানুষ অবশিষ্ট আছে. তার মধ্যে ১ লক্ষ মানুষ পাগল হয়ে গেছে. কিছু মহিলা সন্তানসম্ভবা. আরও বেশি মহিলা সন্তানসম্ভবা না হলে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে খুব শিগগিরি. ডাক্তার কপিল দেব তার স্ত্রী শুভ্রার অনিচ্ছা সত্বেও তাকে দিয়ে ১০টি সন্তান প্রসব করিয়েছেন. কেন সে তার নিজের অনিচ্ছা সত্বেও এমন কাজ করছে? কি এমন সংকটে দাড়িয়ে এই সময়? শুনুন তিন হাজার দুই; সুমন চক্রবর্তীর কণ্ঠে.
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: