‚ভাবনার আড়ালে থেকে যায় অনেক জটিলতা; সেই জটিলতার জট কাটিয়ে ওঠার আগের ক্ষণ অবধিও মানুষ বুঝতে পারেনা তার কোনটা সত্য ছিল আর কোনটা মিথ্যা। উর্মি রজত আর বিভাস এই উপন্যাসের মূল চরিত্র । ত্রিকোণ এই সম্পর্কের জটিলতার জট খোলার আগেই ঘটে যায় অনেক কিছু; একসময় বিভাস আর উর্মির যে সম্পর্ক বিয়ে অবধি এগিয়ে এসেছিলো সেই সম্পর্কে কি ভাবে তৃতীয় ব্যক্তি রজত এর প্রবেশে সব ওলোটপালোট হয়ে যায়; কিভাবেই বা রজতের আকস্মিক মৃত্যুর পরেও রজতের উপস্থিতি এদের দুজন কে তারা করে বেড়ায় জানতে এক্ষুনি শুনুন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‚সত্যের আড়ালে“
Medium: Audio Books
Bildformat:
Studio: Storyside IN
Erscheinungsdatum: